You have reached your daily news limit

Please log in to continue


খাদ্যদ্রব্য আইনের ৪টি ধারার শাস্তি হবে ভ্রাম্যমাণ আদালতে

বস্তার গায়ে ধানের জাতের নাম না লিখলে এবং লাইসেন্স ছাড়া খাদ্যশস্যের ব্যবসা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যাবে।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য পলিশিং করে বিক্রি এবং খাদ্যদ্রব্যের গুণগত পরিবর্তন করে সরকারি গুদামে সরবরাহ করলেও তার শাস্তি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হবে।

এজন্য ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর ৩, ৫, ৬ ও ৮ ধারা ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলে যুক্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ওই আইনের ৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি অনুমোদিত জাতের খাদ্যশস্য থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যকে ওই জাতের উপজাত পণ্য হিসেবে উল্লেখ না করলে, খাদ্যদ্রব্যের সঙ্গে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম উপাদান মেশালে এবং খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন