দেশের বাজারে ভিভোর নতুন দুই সেলফোন

বণিক বার্তা প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১১:১৯

পেশাদার ফটোগ্রাফি ও তরুণদের জন্য উন্নত প্রযুক্তির নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। মডেল দুটি হলো ভি২৯ ও ভি২৯ই। ডিভাইস দুটিতে স্মার্ট অরা লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ছবি তুলতে আলোর স্বল্পতা এবং কালার টেম্পারেচারের অসংগতি এড়াতে সহায়তা করবে। 


ত্রি-মাত্রিক লাইটিং ইফেক্টের পাশাপাশি ম্যানুয়ালিও কুল থেকে ওয়ার্ম লাহট সেট করা যাবে অরা লাইটের লাইটিং কন্ডিশন। তাই দিন হোক কিংবা রাত, তোলা যাবে যেকোনো সময়ের ছবি। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লেটি মূলত থ্রিডি কার্ভড ডিজাইনের। এর রেজল্যুশন ২৮০০×১২৬০। এটি প্রায় ১ দশমিক শূন্য ৭ বিলিয়ন কালার প্রস্তুত করতে পারে। ভি২৯ এ স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম থাকছে। সঙ্গে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম। এতে ৪ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও চার্জের জন্য রয়েছে ৮০ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার। ভিভো ভি২৯-এর দাম ৫৬ হাজার ৯৯৯ এবং ভি২৯ই-এর দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও