
জিবলি জ্বরে নাজেহাল স্যাম অল্টম্যান
জিবলি জ্বরে ভুগছে গোটা বিশ্ব। সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে, কার্টুন স্টাইলের মজার মজার ছবি। তারকা থেকে সাধারণ নেটিজেন, নিজেকে কার্টুন চরিত্রে দেখার লোভ সামলাতে পারছেন না কেউই। বিশ্বজুড়ে জিবলি স্টাইলের এই জনপ্রিয়তায় নাজেহাল অবস্থা প্রস্তুতকারী সংস্থা ‘চ্যাটজিটিপি’র (ChatGPT)। কাজের চাপে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে সংস্থার কর্মীদের। গুরুতর এই পরিস্থিতিতে এবার সোশাল মিডিয়ায় বার্তা দিলেন সংস্থার প্রধান স্যাম অল্টম্যান।
এ প্রসঙ্গে ওপেনএআই– এর প্রধান স্যাম অল্টম্যান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে ‘জিবলি’ কার্টুনের আবদারের ঢেউ দেখে তার মন্তব্য, ‘আপনারা দয়া করে ছবি বানানো বন্ধ করবেন? এ বার কিন্তু পাগলামি হচ্ছে! আমার কর্মীদেরও তো ঘুম দরকার নাকি!’
সূত্রের খবর, জিবলি–জ্বরে নাকি একবার বসে যায় চ্যাটজিপিটির সার্ভার। কাজের চাপে শুধু নাওয়া–খাওয়া নয়, চ্যাটজিপিটির কর্মীদের নাকি ঘুমও উড়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটজিপিটি