বর্তমান যুগে প্রযুক্তির উৎকর্ষ এতটাই দ্রুত যে প্রতি বছরই বাজারে আসছে নতুন নতুন মডেলের স্মার্টফোন। উন্নত প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে অনেকেই চেষ্টা করেন নিয়মিত ফোন আপগ্রেড করতে। তবে তা হতে পারে বেশ ব্যয়বহুল। যদি ব্যবহৃত ফোনের সঠিকভাবে যত্ন নেয়া যায়, তাহলে তা বিক্রির মাধ্যমে নতুন ফোনের ব্যয়ভার বেশ খানিকটা কমানো সম্ভব। কিছু সহজ ও কার্যকর অভ্যাস অনুসরণ করলে যে কেউই তাদের ব্যবহৃত ফোন ভালো দামে বিক্রি করতে পারে।
কেস ও প্রটেক্টরের ব্যবহার
স্মার্টফোনে আজকাল মজবুত গ্লাস কভার ও অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে। কিছু ফ্ল্যাগশিপ মডেলে টাইটেনিয়াম পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। তবু ফোনকে নতুনের মতো রাখার জন্য কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা অত্যন্ত জরুরি। শক্ত কেস ও স্ক্রিন প্রটেক্টর ফোনকে দাগ বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া ভালো মানের কেস ও প্রটেক্টর কেনা থাকলে বিক্রির সময় ফোনের সঙ্গে সেগুলো দিলে ক্রেতার কাছ থেকে তুলনামূলক বেশি দাম পাওয়ার সম্ভাবনা থাকে। ভালো অবস্থায় থাকা ফোনের পুনঃবিক্রয় মূল্য ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেশি পাওয়া যেতে পারে। শুধু ব্যবহারের সময় ফোনের সুরক্ষায় বাড়তি যত্ন নেয়ায় মনোযোগ দিতে হয়।