প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণ ও লক্ষণ, যা করবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:১৮
প্রোস্টেট গ্রন্থির সমস্যায় অনেকেই ভোগে। অহেতুক লাজলজ্জায় কাউকে বলে না। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। প্রোস্টেট পুরুষদের ইন্টারনাল অর্গানের মধ্যে গুরুত্বর্পূণ অঙ্গ।
এটি একটি সুপারির মতো মাংসপিণ্ড, যা পুরুষের মূত্রথলির নিচে মূত্রনালিকে ঘিরে থাকে। এর প্রধান কাজ শুক্রাণুর জন্য খাদ্যের জোগান দেওয়া। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণ হিসেবে গণ্য করা হয়।
পঞ্চাশোর্ধ্ব প্রায় সব পুরুষের প্রোস্টেট বড় হতে থাকে, কিন্তু সবার উপসর্গ দেখা দেয় না।
প্রধান লক্ষণ
* বারবার মূত্রত্যাগ।
* মূত্রত্যাগের বেগ কোনো সময়ই ধরে রাখতে না পারা। বিশেষত রাতের বেলায়।