ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ১৬ জনের লাশ হস্তান্তর

বিডি নিউজ ২৪ ভৈরব প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৭

কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর এগার সিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি উল্টে অন্তত ১৭ জনের প্রাণ গেছে; যাদের মধ্যে রাতেই ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সোমবার বিকাল পৌনে ৪টার দিকের ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। দুই ট্রেনের সংঘর্ষে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া বগির মধ্যে থেকে চাপা পড়া মানুষের মৃতদেহ বের করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের অনেককে উদ্ধার করা হয়েছে বগির ভেতর থেকে। কেউ কেউ সংঘর্ষের সময় ছিটকে পড়ে আহত হয়েছেন।


অর্ধশতাধিক আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও