মামলা দিয়া প্রতিপক্ষ দমন?

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৯

প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলির অস্বাভাবিক গতি পাইবার খবর কথাসাহিত্যিক ‘যাযাবর’ তথা বিনয় মুখোপাধ্যায়ের প্রবাদপ্রতিম উক্তিটি স্মরণ করাইয়া দেয়। তিনি বলিয়াছিলেন, বিজ্ঞান কীভাবে বেগ দিয়া আবেগ কাড়িয়া লইয়াছে। আর বর্তমান ক্ষেত্রে ক্ষমতাসীন দল রাজনীতির আবেগে যেন বিরোধী দলের বিরুদ্ধে মামলাগুলির বেগ বাড়াইয়া দিয়াছে। রবিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনসূত্রে জানা যাইতেছে, শতাধিক মামলায় দিবসে তো বটেই রাত্রিতেও চলিতেছে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম।


এই সকল মামলায় আসামি হিসাবে রহিয়াছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য হইতে শুরু করিয়া স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ পর্যন্ত। বিরোধী দলের এই অভিযোগ অমূলক হইতে পারে না যে, নির্বাচন ও আন্দোলনে ‘শক্তিশালী’ নেতাদের কারাগারে বন্দি রাখিবার জন্যই মামলার কার্যক্রমে এইরূপ নজিরবিহীন গতি। আমরা মনে করি, ইহা রাজনৈতিক কৌশল হইতে পারে না; বরং ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও