কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরব দেশগুলোর ঐক্য ছাড়া ফিলিস্তিনে স্থায়ী শান্তি আসবে না

সমকাল সিনেম সেনগিজ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১১:৩৫

ইসরায়েল ও ফিলিস্তিনের ‘সংঘাত’ দুই সপ্তাহ পেরিয়েছে। সময় যত অতিবাহিত হচ্ছে, মৃত্যুর সংখ্যা তত বাড়ছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় কীভাবে বিরতিহীন বোমাবর্ষণ করে আসছে, বিশ্ব তা দেখছে। সবচেয়ে মর্মান্তিক অঘটন ঘটেছে আল-আহলি আরব হাসপাতালে। গত মঙ্গলবারের সেখানে এক হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসাপ্রার্থীর পাশাপাশি আশ্রয়প্রার্থী বাস্তুহারা মানুষও ছিল। সব মিলিয়ে অবর্ণনীয় মানবিক সংকটে গাজার প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বিদ্যুৎ, গ্যাস ও পানির তীব্র সংকটে দিনাতিপাত করছে।


এ অবস্থায় প্রতিবেশী দেশগুলো যখন গাজায় হামলা বন্ধে চাপ বৃদ্ধি করছে, ইসরায়েলি বাহিনী তখন ‘গ্রাউন্ড অপারেশন’-এর প্রস্তুতি নিচ্ছে। পরাশক্তিগুলো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলেই এ অঞ্চলের দেশগুলোর ওপর বাড়তি দায়িত্ব বর্তেছে। ২০১২ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে স্পষ্টত অসম্ভব মনে হলেও শেষ পর্যন্ত আঞ্চলিক চাপেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। ওই সময় বিভিন্ন আরব দেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত গাজা সফর এবং ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা পোষণ করায় পরিস্থিতির পাল্টে যায়। গাজা থেকেই পররাষ্ট্রমন্ত্রীরা কড়া বার্তা পাঠানোয় ফিলিস্তিনে হামলা বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও