সাইক্লোন শেল্টার যখন নিজেই ঝুঁকিতে
জরাজীর্ণ ভবন, খসে পড়ছে ইট-পাথর-বালি, দরজা-জানালাও নেই। দেখলে মনে হবে এখনই ধসে পড়বে। ঝুঁকিপূর্ণ এই ভবনটিই চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া সাইক্লোন শেল্টার। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয় নেয় এই সাইক্লোন শেল্টার ভবনে। তবে সেই ভবন নিজেই এখন যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে নির্মিত তিনতলা বিশিষ্ট এ ভবনটিতে একটা সময় দুর্যোগকালীন আশ্রয় নিতেন মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ। পরবর্তীতে এই ভবনেই পাঠ্য কার্যক্রম চলতো বদি উল্যাহ পাড়া ওয়ালী আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে ভবনটির বেহাল দশায় পাশেই নতুন ভবন নির্মাণ করে পাঠদান চলছে ওই বিদ্যালয়ের। গত ১০ বছরের বেশি সময় ধরে জরাজীর্ণ ভবনটির সংস্কার না হওয়ায় হতাশ বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরাও।