আস্থা না থাকায় রেমিটেন্স পাঠাচ্ছেন না প্রবাসীরা: ফখরুল

বিডি নিউজ ২৪ বিএনপি কার্যালয়, নয়া পল্টন প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৫:০০

দেশের অর্থনীতির ওপর আস্থা না থাকায় প্রবাসীরা আগের মতো আর রেমিটেন্স পাঠাচ্ছে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এই সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে। তার অর্থ- বাংলাদেশের অর্থনীতির ওপর তাদের আস্থা নাই, সেজন্য তারা অর্থ পাঠাচ্ছে না। এরকম অবস্থা করে রেখেছে।”


সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন। বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।


তার অভিযোগ, “যে কথাগুলো তারা (সরকার) বলছেন- এই কথাগুলোর একটাই মাত্র উদ্দেশ্য। এরা আসলে কাপুরুষ, এরা ভীত। এরা জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মাঝে ফিরে আসেন; তাহলে দেশনেত্রীর জন্য কোটি মানুষ রাস্তায় নেমে আসবে, তাদের তখতে তাউস ধ্বংস হয়ে যাবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও