![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F7c795571-3bd4-4012-a908-17ab88032527%252FU_S__Embassy_Flag_at_Half_Staff_01.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D576%26dpr%3D1.5)
ফিলিস্তিনিদের জন্য শোক পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাসও
প্রথম আলো
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২০:৫২
ইসরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করবে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে আজ শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।’