রংপুরে আলু-পেঁয়াজের বাজার আবার অস্থির, আলু ৬৫, পেঁয়াজ ১০০
প্রথম আলো
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২০:৪০
রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জসহ আশপাশের উপজেলায় আলু ও পেঁয়াজের বাজার আবার অস্থির হয়ে পড়েছে। সরকারিভাবে পণ্য দুটির দাম নির্ধারণ করে দেওয়া হলেও ব্যবসায়ীরা তা মানছেন না। এতে ভোক্তাসাধারণ ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।
গত ১৪ সেপ্টেম্বর প্রতি কেজি আলু ৩৬ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার। তখন আলু খুচরা বাজারে সর্বোচ্চ ৫০ ও পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছিল। এর কয়েক দিন পর খুচরা বাজারে আলু ৪০ ও পেঁয়াজ ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে সেই আলু প্রতি কেজি সর্বোচ্চ ৬৫ ও দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়ে গেলেও বাজারে প্রশাসনিক কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।