আপন জুয়েলার্সের দুই মালিকের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ২০:২১

৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপন জুয়েলার্সের দুই মালিক দিলদার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সচিব মাহবুব হোসেন।


দুদক সচিব জানান, তাদের দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। যে কারণে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ২০০৪ এর ২৬(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।


আপন জুয়েলার্সের দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনি। তবে তার অসুস্থতার কারণে মামলাটি অন্য কর্মকর্তা শিগগিরই সংস্থাটির ঢাকা সমন্বিত কার্যালয়ে দায়ের করবেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও