কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৫২

চলতি বছরে তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল। কর্মী ছাঁটাইয়ের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি কোম্পানিটি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, নতুন বিভাগের ৪০ জন কর্মী ছাঁটাই করবে গুগল। 


গুগলের মুখপাত্র বলছে, প্রাণবন্ত তথ্য ইকোসিস্টেমের তৈরিতে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পদক্ষেপ  দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি অংশ। কোম্পানিটির সাফল্য ধরে রাখতে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনা হয়েছে। এজন্য অল্প সংখ্যক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকে ট্রানজিশন পিরিয়ড, আউটপ্লেসমেন্ট পরিষেবা এবং ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যেন গুগলের বাইরেও কর্মীরা সহজে কাজ খুঁজে পায়। 
 
এই বছরের জানুয়ারিতে গুগল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। সেসময় ১২ হাজার কর্মী ছাঁটাই করে। গত মাসে নিয়োগ বিভাগ থেকে শত শত কর্মীকে বরখাস্ত করে গুগল। কোম্পানির এক মুখপাত্র এ সময়ে বলেন, সবচেয়ে প্রতিভাবান প্রকৌশল ও কর্মীতে গুগল বিনিয়োগ করে। সেই সঙ্গে সামগ্রিক নিয়োগের গতিকে কমিয়ে রাখার চেষ্টা করে। কোম্পানির গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে নিয়োগকারীর সংখ্যা কমানোর কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও