হ্যাকিং শুরু ১৩ বছরেই, ইউরোপে ‘মোস্ট ওয়ান্টেড’ তিনি
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৩:১৩
জুলিয়াস কিভিমাকি, পেশায় একজন হ্যাকার তিনি। বাড়ি ফিনল্যান্ডে। গত সোমবার দেশটির একটি আদালত তাঁকে কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, থেরাপি নেওয়া ৩৩ হাজার মানুষের তথ্য হ্যাক করে তাঁদের ব্ল্যাকমেল করেছিলেন জুলিয়াস।
অবাক করা ঘটনা হলো টানা ১১ বছর ধরে এমন অপরাধ ঘটিয়েছেন জুলিয়াস। আর যখন এই কাজ শুরু করেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। জুলিয়াসকে ইউরোপের অন্যতম একজন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ধরা হয়।
বিবিসি বলছে, জুলিয়াস ৩৩ হাজার মানুষকে ব্ল্যাকমেল করেছিলেন। তাঁরা সবাই হয় থেরাপি নিয়েছেন বা নিচ্ছেন। থেরাপি নেওয়ার সময়কার তথ্য (সেশন নোট) হ্যাক করে তা নিয়ে এত মানুষকে ব্ল্যাকমেল করেন তিনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হ্যাকিং
- হ্যাকার
- মোস্ট ওয়ান্টেড