যেভাবে নারীর জীবন বাঁচাল হাত ঘড়ি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৬:৫১
আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। ঘটনাটি ঘটেছে ভারতে দিল্লিতে। এ যাত্রায় প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই নারী ধন্যবাদ জানিয়েছে অ্যাপল সংস্থাটিকে। কিন্তু আসলে কি হয়েছিল ৩৫ বছর বয়সী ওই নারীর সাথে?
জানা গেছে, ওই নারীর নাম স্নেহা সিনহা, তিনি দিল্লির এক নীতি গবেষক। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহা জানান, গত ৯ এপ্রিল সন্ধ্যায় তিনি দ্রুত হৃৎস্পন্দন অনুভব করতে শুরু করেছিলেন। যদিও, সেই সময় মানসিক চাপের কারণে তিনি এটিকে প্যানিক অ্যাটাক বলে মনে করেছিলেন। তাই তিনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সহ পরিমিত পানি পান করতেও শুরু করেন।