ভোটকেন্দ্র পাহারায় ‘ফেরেশতা’ লাগবে কেন?
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, লাখ লাখ ভোট কক্ষ পাহারা ‘ফেরেশতা’র পক্ষে সম্ভব। এটা নির্বাচন কমিশন পারবে না। ১২ অক্টোবর ‘তৃণমূল বিএনপি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, ভোট কক্ষে প্রার্থীকে অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে। প্রার্থীর ঘর (ভোট কক্ষ) পাহারা দিতে তিনি পারবেন না। একজন মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। কেবল ‘ফেরেশতা’র পক্ষে সেটা সম্ভব। (সমকাল, ১৩ অক্টোবর ২০২৩)।
প্রশ্ন হলো, ভোটকেন্দ্র পাহারা দিতে ‘ফেরেশতা’ লাগবে কেন? পৃথিবীর অন্যান্য দেশে—বিশেষ করে যেসব দেশের নির্বাচন নিয়ে কোনও বিতর্ক নেই, সেসব দেশের ভোটকেন্দ্র কি ফেরেশতারা পাহারা দেয়?