You have reached your daily news limit

Please log in to continue


নেটফ্লিক্সের বেসিকে ২, প্রিমিয়ামে ৩ ডলার ফি বাড়ল

স্ট্যান্ডার্ড ছাড়া দুই ধরনের প্ল্যানে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স। এর মধ্যে বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বেড়েছে। তবে বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটের এক প্রতিবদেনে এসব তথ্য জানা যায়। 

এর ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে। এর আগে ২০২২ সালে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফি বাড়ায়। 

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স বলেছে, কোম্পানির সামগ্রিক পদ্ধতি একই রয়েছে, পেইড শেয়ারিং চালু করে ফি বাড়ানো সীমিত করা হয়েছে। তবে বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কিছুক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার যা একটি মুভি টিকিটের চেয়েও কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন