সংঘাত নহে, সংলাপ কাম্য

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৬:৩৫

সরকার পতনের এক দফা আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসাবে বিএনপি ও সমমনা জোটের জনসমাবেশ এবং একই দিনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আর যাহাই হউক, সংলাপের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখিবে না।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে সরকার পদ্ধতি লইয়া স্পষ্টত দুই মেরুতে অবস্থানকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা কেহই অস্বীকার করিতেছেন না। এমনকি যুযুধান দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনানুষ্ঠানিক আলাপচারিতায় উহার গুরুত্ব স্বীকার করিয়া থাকেন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা আলোচনা ও তৎপরতার পর সংলাপের আকাশে যেই রুপালি রেখা দেখা গিয়াছিল; পাল্টাপাল্টি কর্মসূচির কালো মেঘে উহা কি ঢাকিয়া যাইতেছে? বুধবারের সমাবেশ হইতে বিএনপি ঘোষিত কর্মসূচির পাল্টা আওয়ামী লীগেরও কর্মসূচি পরিস্থিতি সংঘাতমুখরই করিয়া তুলিতে পারে। এইরূপ সংঘাত কাম্য নহে। আমরা সংলাপই দেখিতে চাহি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও