নির্বাচনী ছাড়ে তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা কাটল ভেনিজুয়েলার

সমকাল প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৩:২৯

ভেনিজুয়েলায় তেল খাতের ওপর নিষেধাজ্ঞা ব্যাপকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০২৪ সালের নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা চুক্তির ফলে এ নিষেধাজ্ঞা শিথিল করল বাইডেন প্রশাসন। 


মার্কিন ট্রেজারি বিভাগ একটি নতুন সাধারণ লাইসেন্স জারি করেছে যাতে ওপেকভুক্ত ভেনিজুয়েলাকে যুক্ত করা হয়েছে। এতে পরবর্তী ছয় মাসের জন্য কোনো বাধা ছাড়াই ভেনেজুয়েলা তার পছন্দের বাজারে তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর নির্বাচনী ছাড়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটন তাকে নভেম্বরের শেষ পর্যন্ত বিরোধী রাষ্ট্রপতি প্রার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় দিচ্ছে। এছাড়া রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং ‘ভুলভাবে আটক’ আমেরিকানদের মুক্তি দেওয়ার জন্য এই সময় বেঁধে দেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও