মিসর থেকে গাজায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে: ইসরায়েল

ডেইলি স্টার গাজা প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২২:৪৭

মিসরের থেকে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার এ সংক্রান্ত ঘোষণায় তারা বলেছে, শুধুমাত্র খাদ্য, পানি ও ওষুধ প্রবেশ করতে দেওয়া হবে।


এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধারা হামলা চালানোর পর থেকে গাজার বিদ্যুৎ, পানি ও খাদ্য সরবরাহের সব উপায় বন্ধ করে দেয় ইসরায়েল।


এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, মিসর থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো হলে ইসরায়েল তাতে বাধা দেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি অনুযায়ী ইসরায়েলের মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজায় ততদিন পর্যন্তই মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে যতদিন তা হামাসের হাতে না পৌঁছায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও