হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২০:৪৬

অনেক সময় দেখা যায় হোটেল রুম কিংবা শপিং মলে ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে মানুষের ব্যক্তিগত ভিডিও ধারণ করে। সমাজের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ এমন কাজ বহুদিন থেকেই করে আসছে। তাদের টার্গেট থাকে মূলত নারীরা।


ট্রায়াল রুম কিংবা হোটেলের রুম, বাথরুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।


>> লুকানো ক্যামেরা শনাক্ত করতে হোটেলের সব আলো নিভিয়ে দিন। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে ফ্ল্যাশচালু করুন। লুকানো ক্যামেরায় ফ্ল্যাশ লাইট পড়লেই সঙ্গে সঙ্গে প্রতিফলিত হতে শুরু করবে।


>> নিজের ফোনের ব্লু টুথ অন করলে চারপাশের সক্রিয় ডিভাইস দেখতে পাবেন। সেভাবেও বুঝতে পারবেন কিন্তু।


>> ইদানিং গোপন ক্যামেরা খোঁজার অ্যাপও এসে গেছে। ক্যামেরার নেটওয়ার্ককে চিহ্নিত করে এই ধরনের অ্যাপ। আবার অনেক সময়, ক্যামেরার অপটিক্যাল তারের জন্য ফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা দেখলে সতর্ক হওয়ার প্রয়োজন আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও