নওগাঁয় ৩৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

প্রথম আলো নওগাঁ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৩

সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসের মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার বেলা তিনটা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে বাসচালক ও তাঁদের সহকারীরা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এতে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস বন্ধ হয়ে যায়।


আজ দুপুরে বিদ্যমান সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহন নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধিদল সমস্যা নিরসনে বৈঠকে বসে। বৈঠকে দুর্গাপূজা উৎসব উপলক্ষে পরিবহন নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানালে শ্রমিকেরা তাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেলা তিনটা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও