কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমাদের ‘মত প্রকাশের স্বাধীনতা’ হচ্ছে ইসরায়েলের পক্ষে কথা বলা

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১২:৪৯

গাজা থেকে পালিয়ে ফিলিস্তিনিরা যে সংকীর্ণ উপত্যকায় আশ্রয় নিয়েছেন, সেই এলাকার চারপাশ অবরুদ্ধ এবং বিচ্ছিন্ন হয়ে আছে বাকি বিশ্ব থেকে। যেখানে কোনো সুযোগ-সুবিধা নাই, নাই নিরাপত্তা। যে বিপুল সংখ্যক গাজাবাসী এই জায়গায় জড়ো হয়েছেন, তাদের অনেকে ইতোমধ্যে বোমা হামলায় তাদের পরিবার-পরিজন, বাড়ি-ঘর হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন এবং প্রতিনিয়ত আতঙ্কের সাথে বসবাস করছেন। তাদের প্রত্যেকেরই দরকার আশ্রয়, পানি, খাবার ও ওষুধ। এই অসহায় মানুষের সংখ্যা এতোটাই বেশি হয়েছে যে সবকিছু ভেঙে পড়তে শুরু করেছে। কয়েকদিন ধরে গাজায় যে হামলা চলছে, তা অত্যন্ত ভয়াবহ ও অমানবিক।


অথচ যেসব দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ও যারা মানবাধিকার সমুন্নত রাখার জন্য বিশ্বের অন্যান্য দেশকে বুদ্ধি-পরামর্শ দেয় অথবা শাসায়, তারা কিন্তু ফিলিস্তিনি জনগণের পাশে নেই। এই দেশগুলো ফিলিস্তিনিদের ওপর হওয়া এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মুখ খুলছে না। গণতান্ত্রিক দেশ বলে পরিচিত এই বড় বড় অর্থনীতির দেশগুলো নিজ নিজ সরকারের নীতি অনুযায়ী মুখ নাও খুলতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে, তারা দেশের কাউকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলার অনুমতি দিচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও