![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/10/08/690e1eef6cf2c7ed0bcde5d6ae41f998-6522d8585c4bb.jpg)
সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম জাকারিয়া (২২)। এ নিয়ে এই ঘটনায় চারজন মারা গেলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাকারিয়া মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান জাকারিয়ার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিস্ফোরণে নিহত
- নারায়ণগঞ্জ