আজ শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে শেষ সাক্ষী

দেশ রূপান্তর প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৫

গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এই জেরা অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে।


আজ সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই জেরা কার্যক্রম হবে।


আগের শুনানিতে, আলমগীর গত ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন। তিনি এই মামলার ৫৪তম বা সর্বশেষ সাক্ষী। তাঁর জবানবন্দিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ও ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হলে ট্রাইব্যুনাল জেরার জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও