You have reached your daily news limit

Please log in to continue


প্রখ্যাত ইরানি নির্মাতা ও তাঁর স্ত্রীকে খুন, ছুরি পড়ে ছিল লাশের পাশেই

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তাঁর স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদির মরদেহ উদ্ধার করছে পুলিশ। বাসার পাশেই তাঁদের লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, এটি গুপ্তহত্যা। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটা এখনো জানা যায়নি। বিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ইরানের সরকারি গণমাধ্যম আইআরএনএর বরাতে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এপি।

ইরানের বিচারিক কর্মকর্তা হোসাইন ফাজেলি ইরানি গণমাধ্যমে মৃত্যুর এই তথ্য জানান। ফাজেলি উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলেন, ‘দারিউস মেহেরজুই ও তাঁর স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের ঘাড়ের পাশে মারাত্মক জখম হয়েছে। মরদেহের পাশেই একটি চাকু পাওয়া যায়।’

স্ত্রীর সঙ্গে পরিচালক দারিউস মেহেরজুই।
ফাজেলি আরও বলেন, ‘ডিরেক্টরের মেয়ে মনা মেহেরজুই তেহরান শহরে থাকেন। তাঁর বাবা থাকেন তেহরান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। গতকাল শনিবার রাতে তিনি তেহরান থেকে বাবাকে দেখতে গিয়েছিলেন। পরে তিনি বাবা-মায়ের লাশ খুঁজে পান।’
এ ঘটনায় কারা জড়িত, সেটা বের করতে তদন্ত চলছে। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত, সেটা জানা যায়নি। কী উদ্দেশ্যে খুন করা হয়েছে, তা–ও স্পষ্ট নয়। এদিকে চলতি সপ্তাহেই দারিউস মেহেরজুইয়ের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে পোস্ট করেছিলেন, কেউ তাঁকে চাকু দিয়ে কেউ মারার হুমকি দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন