You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলা শুরু ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চালু হবে বাণিজ্যিক ট্রেনযাত্রা। এর আগে গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন। তখন বলা হয়েছিল, নভেম্বর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার গতকাল (শনিবার) আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একটি প্রস্তাবনা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। পদ্মা সেতু হয়ে আগামী ১ নভেম্বর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে পদ্মা সেতু দিয়ে চারটি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মোট ছয়টি ট্রেন চলবে এই সেতু দিয়ে। এ ছয়টি ট্রেনের মধ্যে-খুলনা-ঢাকা রুটের দুটি আন্তনগর ট্রেন সুন্দরবন অথবা চিত্রা এক্সপ্রেসের যেকোনো একটি পদ্মা সেতু দিয়ে চলবে। আর ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে। রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করা আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকেও রাজশাহী থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আর ঢাকা থেকে ভাঙ্গা রুটে একটি কমিউটার ট্রেন চলাচলের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন