কিডনির সমস্যা আছে কি না, কীভাবে বুঝবেন

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ১৩:১০

২০২২ সালের এক সমীক্ষায় এসেছে ‘বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন কিডনি সমস্যায় ভুগছেন, অথচ তিনি জানেন না। বিশ্বের জনসংখ্যায় তা ১০০ জনে প্রায় ২৩ জন। প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো কী কী।


শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। তবে শুরুতেই দেখা যেতে পারে নিচের লক্ষণগুলো। যেমন—


● অতিরিক্ত দুর্বলতা।


● ক্ষুধামান্দ্য বা খাওয়ার অনিচ্ছা।


● কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব।


● কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া।


● প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া।


● প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া।


● স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া ও পরিমাণে অল্প প্রস্রাব হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও