
এই রোগ হলে কিডনি বিকলসহ যেসব প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে
আজ ১০ মে বিশ্ব লুপাস দিবস। লুপাস একটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগ। লুপাস সম্পর্কে সাধারণ মানুষের তেমন জ্ঞান নেই। এ জন্য সচেতনতা বাড়াতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।
লুপাসের আরেক নাম সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটাসাস বা এসএলই। এটি একটি অটোইমিউন রোগ, যাতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিজের ইমিউন সিস্টেম দ্বারা আক্রান্ত হয়। এর ফলে কিছু সমস্যা দেখা দেয়, যা তেমন গুরুতর নয়। যেমন ত্বকে লাল লাল চাকা, মুখে প্রজাপতির মতো র্যাশ বা গিরাব্যথা। এই রোগে কিছু প্রাণঘাতী সমস্যাও দেখা দিতে পারে যেমন কিডনির অকার্যকারিকতা, হৃৎপিণ্ড বা মস্তিষ্কের সমস্যা ইত্যাদি। এর মধ্যে লুপাস নেফ্রাইটিস বা লুপাসজনিত কিডনির সমস্যা সবচেয়ে গুরুতর জটিলতাগুলোর একটি।
প্রায় ৫০ শতাংশ লুপাস রোগীর কিডনি আক্রান্ত হয়ে থাকে। তাঁদের ৩০ শতাংশের ক্ষেত্রে দেখা দেয় কিডনির অকার্যকারিতা। এ ছাড়া ১০ শতাংশের কিডনি একেবারে ‘এন্ড স্টেজ ফেইলিউর’–এ চলে যেতে পারে।
এসএলইর কারণে যে কিডনি সমস্যা হয়, তা একধরনের প্রদাহ মানে লুপাস নেফ্রাইটিস। সাধারণত এসএলই রোগ শনাক্ত হওয়ার প্রথম ৬ থেকে ৩৬ মাসের মধ্যে বেশির ভাগ কিডনি আক্রান্ত হয়। তবে যেকোনো সময় এটা হতে পারে।