এবারও সময়টা কি ডাগআউটেই কাটবে মেসির
লিওনেল মেসির কাছে এ বছরের সময়টা কাটছে অম্লমধুর। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ‘বিষাক্ত’ পরিবেশ শেষে চলে গেলেন ইন্টার মায়ামিতে। নতুন ক্লাব মায়ামিতে প্রথমে সময়টা ভালো যাচ্ছিল ঠিকই। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট।
বিশেষ করে, মেসিকে ভোগাচ্ছে মাংশপেশির চোট। আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপ বাছাইপর্বের ৮ সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে। এরপরই চোটে পড়ে ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। এই ম্যাচটিও ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এরপর খেলতে পারেননি মায়ামির জার্সিতে টানা চার ম্যাচ। তবু চোটগ্রস্ত মেসিকে নিয়েই পুনরায় শুরু হওয়া বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে ৬ অক্টোবর। এরপর ৮ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে বদলি হিসেবে নেমে খেলেছেন ৩৫ মিনিট। দলের অনুশীলন সেশনেও ছিলেন। তবু তাঁকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না। যেখানে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। গতকাল সংবাদসম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘তার জন্য আরও একটা অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নেব যে সে খেলতে পারবে কি পারবে না। সে ম্যাচে শুরু করতে পারবে কি না সেটা আমাকে নিশ্চিত করতে হবে।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ
- চোট পেয়েছেন
- লিওনেল মেসি