‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা ট্রিবিউন প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১১:০৪

বঙ্গবন্ধু বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমা প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে সেখানে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদসহ চলচ্চিত্রটির শিল্পীরা।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা “মুজিব: একটি জাতির রূপকার” আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।


দেশবাসীকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামীকাল সারা দেশে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। সিনেমাটি দেখে অনেক অজানা ইতিহাস জানতে পারবেন।”


বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও