ঝালকাঠিতে নতুন-পুরোনো দ্বন্দ্বে বিএনপি, আওয়ামী লীগে আমুই শেষ কথা
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নির্দেশনাতেই চলে সব। জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে আমির হোসেন আমুই শেষ কথা।
অন্যদিকে জেলা বিএনপিতে নতুন-পুরোনো নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট। জেলা বিএনপির রাজনীতিতে দলের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমরের একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে তাঁর অনুসারীরা অনেকটা কোণঠাসা। বিবদমান দুটি পক্ষ পাল্টাপাল্টি দলীয় কর্মসূচি পালন করছে। গত তিন মাসে রাজপথে কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা কিছুটা ঘুরে দাঁড়ালেও দলের মধ্যে কোন্দল স্পষ্ট।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুকে জেলা আওয়ামী লীগের অভিভাবক হিসেবে মানেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের রাজনীতিতেও তাঁর একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে। জেলার প্রতিটি সাংগঠনিক কমিটিতে সভাপতি-সম্পাদকসহ তাঁর মনোনীত ব্যক্তিরা স্থান পেয়েছেন।