গাজায় জরুরি ওষুধ পাঠানোর অনুরোধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না। বের হতেও পারছে না কিছু। এর মধ্যেই চলছে একের পর এক হামলা। ফলে চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী।
এ পরিস্থিতিতে গাজায় জরুরি ওষুধ সরবরাহের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া একাধিক মানবাধিকার সংগঠনের আবেদন, অবরুদ্ধ গাজায় খাবার ও ওষুধ পাঠানোর অনুমতি দেওয়া হোক।
তবে ইসরায়েল এসব আবেদন আমলে নিতে রাজি নয়। দেশটির দাবি, হামাসের হাতে আটক হওয়া ব্যক্তিদের আগে মুক্তি দিতে হবে।
পানি-বিদ্যুৎ নেই, খাবারে টান, অবরুদ্ধ গাজায় বাড়ছে মানবিক সংকটইসরায়েলে হামলার দিন গত শনিবার বহু ফিলিস্তিনি সমুদ্রপথে, দক্ষিণ অংশের বেড়া টপকে এবং কাঁটাতার কেটে ইসরায়েলে ঢুকেছিল। গতকাল মঙ্গলবার ইসরায়েল জানিয়েছে, দক্ষিণের অংশ এখন নিরাপদ। যাঁরা ঢুকেছিলেন, তাঁদের কেউ সমুদ্রপথে, কেউবা স্থলপথে পালিয়ে গেছেন।