ভ্যানিলা কাপকেক তৈরির রেসিপি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৫:০৬
আড্ডা কিংবা টিফিনে কাপকেক থাকলে জমে বেশ। ভ্যানিলা কাপকেক খেতে অনেকেই পছন্দ করেন। দোকান থেকে এই কেক তো কিনে খাওয়াই হয়, চাইলে তৈরি করতে পারেন ঘরেও। এতে স্বাস্থ্যকর এবং সাশ্রয়ীও হবে। বাড়িতে ভ্যানিলা কাপকেক তৈরির জন্য খুব বেশি উপকরণেরও দরকার নেই। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই কেক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-তৈরি করতে যা লাগবে
ময়দা- ১ কাপ
কর্নস্টার্চ- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- ১ চা চামচবেকিং সোডা- ১/২ চা চামচ
বাটার- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
ডিম- ২টি
তরল দুধ- ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স- দেড় চা চামচ
লবণ- ১/৮ চা চামচ।
- ট্যাগ:
- লাইফ
- খাবার
- কেক রেসিপি
- কাপ কেক