ঋণ করে ঋণ শোধ করছে সরকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১০:৩০

চলতি অর্থবছরের শুরু থেকেই ঋণ পরিশোধে তৎপর সরকার। নতুন কৌশল হিসেবে বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য খাত থেকে ঋণ নিয়ে সরকার বাংলাদেশ ব্যাংকের আগের ঋণ পরিশোধ করছে। এতে বাণিজ্যিক ব্যাংকের তারল্য ঘাটতি বেড়ে যেতে পারে। তবে বিদায়ী অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছিল, যার সিংহভাগ বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ২৯ হাজার ৪৮৭ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এর জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ হাজার ৭০৯ কোটি টাকার নতুন ঋণ নিয়েছে। এতে অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। আর ব্যাংকের বাইরে থেকে ঋণ নেওয়া হয়েছে ৪ হাজার ৬৪৭ কোটি টাকা। এতে অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ৮৬৯ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও