৭৪ হাজার অ্যান্ড্রয়েড টিভি–বক্সে ম্যালওয়্যার পাওয়া গেছে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশন সেটআপ বক্সে ক্ষতিকর প্রোগ্রাম (ব্যাকডোর ম্যালওয়্যার) সংক্রমণের খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। এই ম্যালওয়্যার সংক্রমণের ফলে অ্যাপে ঢুকে যন্ত্রের দখল নিতে পারে হ্যাকাররা।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিউম্যান সিকিউরিটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ও একটি ট্যাবলেটে এই ম্যালওয়্যারের সংক্রমণ খুঁজে পেয়েছে। হিউম্যান সিকিউরিটি আটটি মডেলের অ্যান্ড্রয়েড যন্ত্রে এই ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। এদের মধ্যে সাতটি টেলিভিশন সেটআপ বক্স রয়েছে। এই সাতটি টেলিভিশন সেটআপ বক্সের মডেলও তারা উল্লেখ করেছে। এগুলো হলো—টি ৯৫, টি ৯৫ জেড, টি ৯৫ ম্যাক্স, এক্স ৮৮, কিউ ৯, এক্স ১২ প্লাস এবং এমএক্সকিউ প্রো ফাইভজি। এই সাতটি মডেলের টেলিভিশন সেটআপ বক্স ছাড়াও জে–৫–ডব্লিউ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে। হিউম্যান সিকিউরিটি ছাড়াও সাইবার নিরাপত্তা গবেষক ড্যানিয়েল মিলিসিক টি ৯৫ মডেলের অ্যান্ড্রয়েড টিভি বক্সে ব্যাকডোর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন।