ডিএসইতে ফ্লোর প্রাইসে নেমেছে ২৫০ শেয়ার

সমকাল প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৬:১৩

ধারাবাহিক দরপতনের বৃত্তে এখন শেয়ারবাজার। ক্রমাগত দর হারিয়ে অনেক শেয়ার ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমায় নামছে। গতকাল সোমবার লেনদেন শেষে এ সংখ্যা ২৫০টিতে উন্নীত হয়েছে, যা তালিকাভুক্ত মোট শেয়ারের প্রায় ৬৪ শতাংশ। এখন ফ্লোর প্রাইসের ওপরে আছে ১৪২ শেয়ার। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ৩৯২টি।


পর্যালোচনায় দেখা গেছে, সংখ্যা বিবেচনায় ফ্লোর প্রাইসে পড়ে থাকা কোম্পানি ৬৪ শতাংশ হলেও ফ্রি-ফ্লোট বাজার মূলধনে কোম্পানিগুলোর অংশ মোটের ৭২ শতাংশ। মাত্র ১০ পয়সা দর বেড়ে স্কয়ার ফার্মা ফ্লোর প্রাইস না ছাড়লে এ হার ৭৯ দশমিক ৩৪ শতাংশ হতো। ফ্লোর প্রাইসের ওপরে কেনাবেচা হলেও ৫৪ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের তুলনায় সর্বোচ্চ ১০ শতাংশ বেশি দরে কেনাবেচা হচ্ছে। এর মধ্যে ৩৬টি শূন্য দশমিক ১ শতাংশ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি দরে কেনাবেচা হচ্ছে। অর্থাৎ এসব শেয়ারও যে কোনো সময় ফ্লোর প্রাইসে নামতে পারে। গতকাল ফ্লোর প্রাইস ছেড়ে সামান্য বেশি দরে কেনাবেচা হয়েছে দুটি শেয়ার, বিপরীতে চারটি নেমেছে। সামান্য বেশি দরে কেনাবেচা হয়েছে স্কয়ার ফার্মা এবং নর্দার্ন জুট। অন্যদিকে ফ্লোর প্রাইসে নেমেছে সিভিও পেট্রোকেমিক্যাল, এমজেএল বাংলাদেশ, ইস্টার্ন কেবলস এবং আরএসআরএম স্টিল। বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চতার আশঙ্কায় বিনিয়োগকারীরা শঙ্কিত। এর প্রভাব শেয়ারবাজারে দেখা যাচ্ছে। শেয়ার কেনাবেচা ক্রমে কমছে। গতকাল পাবলিক মার্কেটের লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। যদিও ডিএসইতে ৪২৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা রোববারের তুলনায় ৫৮ কোটি টাকা বেশি। তবে মোট লেনদেনের মধ্যে ব্লক মার্কেটের অংশ ১৩৭ কোটি ৪৫ লাখ টাকা। ব্লকের লেনদেন বাদ দিলে পাবলিক মার্কেটে ২৮৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২৮ কোটি টাকা কম। রোববার পাবলিক মার্কেটে ৩১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। ব্লক মার্কেটের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, শুধু ব্যাংক খাতের সাড়ে ৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের ১ কোটি ১২ লাখ ৭০ হাজার শেয়ার পৌনে ৩৭ কোটি টাকা মূল্যে কেনাবেচা হয়েছে। পাবলিক মার্কেটে ব্যাংকটির একটি শেয়ারও কেনাবেচা হয়নি। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের ৫০ লাখ শেয়ার ১৪ কোটি ৭০ লাখ টাকায়, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি শেয়ার ১৮ কোটি ২০ লাখ টাকায় এবং ট্রাস্ট ব্যাংকের ৪৫ লাখ শেয়ার ১৪ কোটি ১৮ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। গতকাল পাবলিক মার্কেটে ২৭ ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মাধ্যমে ব্যাংক খাতের লেনদেন ৮৯ কোটি ৬১ লাখ টাকায় উন্নীত হয়, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ এবং খাতওয়ারি লেনদেনে সর্বোচ্চ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও