
বিরাট ‘রেকর্ড’ কোহলি
অস্ট্রেলিয়ার ইনিংসেই বল উইকেটে পড়ার পর ধুলা উড়ছিল। ভারতের সামনে কী অপেক্ষা করছিল, সেটা বোঝা গিয়েছিল তখনই। ম্যাচ শেষেও উইকেট নিয়ে জল্পনাকল্পনা থামেনি। লোকেশ রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য কতটা কঠিন ছিল?
অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়া রাহুলের প্রতিক্রিয়া শুনলে মনে হবে ‘বারমুডা ট্রায়াঙ্গল’–এর বর্ণনা দিচ্ছেন, ‘(শিশির পড়ার পর) তখনো এটা অসম বাউন্সের উইকেট ছিল। ব্যাট করার জন্য ভালো ছিল না। আবার খুব যে কঠিন, সেটাও নয়। উইকেট ফ্ল্যাট ছিল না, কিন্তু বোলাররাও তেমন সাহায্য পায়নি...।’
রাহুল পরে অবশ্য বলেছেন, ক্রিকেট ম্যাচের জন্য ভালো উইকেট। সেটা সম্ভবত এমন উইকেট ব্যাটসম্যানের দক্ষতা ও সামর্থ্যের পরীক্ষা নেয় বোঝাতে বলেছেন। ভারতের স্পিনারদের ৬ উইকেট নেওয়া—বিশেষ করে রবীন্দ্র জাদেজার ‘আনপ্লেয়েবল’ বলে স্টিভেন স্মিথের আউটটি এবং পরে ভারতের ইনিংসে শুরুতে অস্ট্রেলিয়ার পেসারদের টপাটপ ৩ উইকেট তুলে নেওয়া কী সাক্ষ্য দেয়? উইকেট আসলেই ‘ছলনাময়ী’ ছিল—টু পেসড!