চাকরির শর্তে মা হতে পারছেন না প্রার্থীরা
সমকাল
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১২:১৪
পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে নিয়োগের জন্য তিন বছর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না।
আবার চূড়ান্তভাবে উত্তীর্ণদের প্রশিক্ষণ চলাকালে অন্তঃসত্ত্বা কিংবা তিন বছরের কম বয়সী সন্তান থাকা যাবে না বলে অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ফলে চাকরির অপেক্ষায় থেকে নিয়োগপ্রত্যাশীদের মাতৃত্ব হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
রোববার সকালে মৌখিক পরীক্ষার ফল ঘোষণার দাবিতে অধিদপ্তরের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এমন শঙ্কার কথা জানান নিয়োগপ্রত্যাশীরা। মানববন্ধন শেষে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন তারা।