কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুর বমির যত কারণ, সতর্ক হবেন যখন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৬:০৯

জীবনের প্রথম সপ্তাহ বা মাসগুলোতে বমি শিশু বয়সের সচরাচর ঘটনা। সামান্য বদহজম থেকে শুরু করে গাড়িতে ভ্রমণসহ যেকোনো কারণে শিশু বমি করতে পারে, এমনকি দীর্ঘক্ষণ কান্না বা কাশিও বমির উদ্রেক ঘটায়, তাকে অসুস্থ করে তোলে।


বমির যত কারণ


-  বমির একটা ধাক্কা ছয় থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই, তবে সে যাতে পানিস্বল্পতায় না ভোগে সেদিকে খেয়াল রাখতে হবে।


আর ঘন ঘন বমি হতে থাকলে শিশু ঠিকঠাক বেড়ে উঠছে কি না, বিশেষ করে তার ওজন কমেছে কি না সে বিষয়ে নজর রাখতে হবে।


-  জীবনের প্রথম কয়েক মাস বয়সে শিশুর পাকস্থলী ছোট থাকে। সুতরাং খাবারের পরিমাণে সামান্য কমবেশি হলে সে বমি করে দেয়। এর পরে বমির কারণ হলো অন্ত্রের বিভিন্ন রোগ, এতে ডায়রিয়াও থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও