ঢেউয়ের মতো আসছে যে খবরগুলো

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ১১:৫১

একেকটা দিন একেকটা দুঃসংবাদ আমাদের ওপরে সূর্যগ্রহণের আঁধারের মতো নেমে আসে। ওই দিনের সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমকে বিষণ্ন আর আকীর্ণ করে রাখে। পরের দিনই ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ে নতুন দুঃসংবাদ।


আমরা পুরোনো উদ্বেগ, দুঃখ, বেদনা ভুলে নতুন বেদনাকে জায়গা করে দিই। মিলান কুন্ডেরার একটা বইয়ের নাম হলো লেট দ্য ওল্ড ডেড মেক রুম ফর দ্য ইয়ং ডেড। প্রবীণ মৃতরা সরুন, নবীন মৃতদের জায়গা দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও