You have reached your daily news limit

Please log in to continue


শাওমির নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬

আন্তর্জাতিক বাজারের পর এবার দেশে ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬ নিয়ে এসেছে শাওমি। কোম্পানিটির দাবি, নতুন প্যাডটি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে।

প্যাড ৬-এর ওজন মাত্র ৪৯০ গ্রাম। ট্যাবটির বেজেল ৬ দশমিক ৫১ মিলিমিটার। বাংলাদেশে ডিভাইসটি পাওয়া যাবে গ্র্যাভিটি গ্রে রঙে। ট্যাবটিতে রয়েছে ১১ ইঞ্চির ডাবল ইউএইচডি+ ডিসপ্লে এবং ১৪৪ হার্টজের ৭ লেভেলের পরিবর্তনশীল রিফ্রেশ রেট। এর রেজল্যুশন ২৮৮০×১৮০০ পিক্সেল। শাওমি প্যাড ৬-এ ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্লাটফর্ম চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এলপিডিডিআর৫ র‌্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। কাজ, পড়াশোনা অথবা দৈনন্দিন প্রয়োজনে ট্যাবটি সুবিধাজনক। আবার গেমিংয়ের পাশাপাশি এতে ৪কে ভিডিও এডিটিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন