মুক্তি পেলো কুয়েতে আটক হওয়া ৩৪ ভারতীয় নার্স

জাগো নিউজ ২৪ কুয়েত প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ২১:৪৩

আটকের ২৩ দিন পর ৩৪ জন ভারতীয় নার্সকে মুক্তি দিয়েছে কুয়েত। কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। গত ১২ সেপ্টেম্বর কুয়েত শহরের একটি ক্লিনিক থেকে ভারতীয় ৩৪ জন নার্সসহ ৬০ জন কর্মীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়েতের ভারতীয় দূতাবাসের সহযোগিতায় দেশটির কর্তৃপক্ষের হস্তক্ষেপে বুধবার (৪ অক্টোবর) মুক্তি পেয়েছেন সবাই।


এ বিষয়ে কুয়েতের ভারতীয় দূতাবাস এক টুইটবার্তায় জানিয়েছে, আটক নার্সদের আত্মীয়-স্বজনের আবেদনের পরিপ্রক্ষিতে উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন থেকে ক্লিনিকে বৈধভাবে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও