কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনীতির সংকট কেটে যাওয়ার আভাস নেই

সমকাল প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫১

দেশে যে অর্থনীতির দুর্যোগ চলছে, তা কাটিয়ে ওঠার কোনো আভাস আপাতত নেই। বছরখানেকের বেশি সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি শিগগিরই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ডলার সংকট থেকে উত্তরণেও নেই আশা। অর্থনীতির সাম্প্রতিক বিভিন্ন সূচক এমন বার্তাই দিচ্ছে। অর্থনীতিবিদরা বর্তমান সংকটের দ্রুত সমাধান হবে বলে মনে করছেন না। এমন সময়ে দেশের প্রধান উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির ওপর হালনাগাদ প্রতিবেদনে বলেছে, নিকট মেয়াদে উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকতে পারে। অব্যাহত থাকতে পারে বৈদেশিক লেনদেনের ওপর চাপ।


অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে চাপ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাংক মনে করছে, এ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের চেয়ে কমে যেতে পারে। সংস্থাটির ধারণা, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। অথচ সংস্থাটি গত এপ্রিলে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও