এস আলমের বিরুদ্ধে ব্যাংক ধসিয়ে দেয়ার যথেষ্ট প্রমাণ আছে: সেলিম রায়হান
বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ব্যাংক দখলের অভিযোগে এস আলম গ্রুপকে আইনের আওতায় আনার জন্য ‘যথেষ্ট প্রমাণ রয়েছে’ বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান।
শুক্রবার এফডিসিতে ‘আর্থিকখাতের বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা’ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি অয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।
সেলিম রায়হান বলেন, বিগত সরকারের আমলে ‘অতীতের সব রেকর্ড ছাড়িয়ে’ ঋণ খেলাপির নতুন মাত্রা যুক্ত হয়েছে।
“ছোট ছোট প্রকল্প থেকে মেগা প্রকল্পসহ সব ক্ষেত্রেই দুর্নীতির ছায়া ছিল। আমরা দেখেছি যিনি ঋণ খেলাপি, তিনিই কর খেলাপি আবার তিনিই অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজ। অতীতে দেশের বিচার ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রটেকশন দিয়েছে।”
সানেম এর নির্বাহী পরিচালক বলেন, “এস আলম ব্যাংক খাতকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকেরও নীতিগত দুর্বলতা ছিল।”