মহারাষ্ট্রে এক দিনে এক হাসপাতালে ১২ শিশুসহ ২৪ রোগীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের নান্দেদ শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালের ডিন এসব মৃত্যুর জন্য ওষুধের ঘাটতি ও কর্মী স্বল্পতাকে দায়ী করেছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ডিন বলেছেন, মৃতদের মধ্যে ১২ জন প্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে বিভিন্ন রোগে, বেশিরভাগ সাপের কামড়ে। ২৪ ঘণ্টায় ছয় মেয়ে ও ছয় ছেলে শিশুর মৃত্যু হয়েছে। অনেক কর্মীকে বদলি করার পর থেকে আমরা জটিলতায় আছি।
তিনি আরও বলেছেন, আমরা আঞ্চলিক পর্যায়ের একটি হাসপাতাল। ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। ফলে রোগীরা অনেক দূর থেকে আসেন। মাঝে মধ্যে রোগীদের সংখ্যা বেড়ে যায়, তখন আমাদের বাজেট সমস্যায় পড়তে হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রোগীর মৃত্যু
- ওষুধের ঘাটতি