
বিশ্বকাপ দল ছেড়ে হঠাৎ কেন কোহলি মুম্বাইয়ে গেলেন
গতকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে থিরুভানান্থাপুরামে পৌঁছেছে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাননি বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে কোহলি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যান মুম্বাইয়ে। তবে আজ যেকোনো সময় কাজ সেরে ফের দলের সঙ্গে যোগ দেবেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, ‘বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে কোহলি ব্যক্তিগত কারণে দলের সঙ্গে থিরুভানান্থাপুরামে না গিয়ে মুম্বাইয়ে গেছেন। তবে শিগগির কোহলি ফের দলের সঙ্গে যোগ দেবেন।’
কোহলিকে ছাড়া রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি রোববার বিকেলেই ৪ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে থিরুভানান্থাপুরামে পৌঁছেছে। যেখানে আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবেন রোহিত-কোহলিরা। এর আগে গুয়াহাটিতে গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই বাতিল হয়ে যায় ম্যাচটি। একইভাবে বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও।