বাংলালিংক ইনোভেটর্স’র ৭ম পর্বের রেজিস্ট্রেশন শুরু
ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর্স’র ৭ম আসর শুরু হয়েছে। ঢাকায় বাংলালিংকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।
বাংলালিংক ইনোভেটর্স ৭.০ প্রতিযোগীদেরকে ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি তাদেরকে উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা দেবে।
উদ্যোগটি দেশের ডিজিটাল অবকাঠামোর রূপান্তরে বাংলালিংকের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। দেশের সৃষ্টিশীল ও প্রতিভাবান তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংকের প্রচেষ্টাও এই উদ্যোগে প্রতিফলিত হয়।
বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও সুনিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষে প্রতিযোগিতার ৩টি দল আকর্ষণীয় পুরষ্কারসহ পাবে বাংলালিংকের বিভিন্ন সুযোগ।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লিংক ভিজিট করে ইনোভেটর্স ৭.০-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।