টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু, আটকে পড়া পর্যটকেরা ফিরবেন আজ
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুদিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এই জাহাজে করে দ্বীপে বেড়াতে গিয়ে গত তিনদিন ধরে আটকে পড়া পর্যটকেরা বিকেলে ফিরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনিবার ও রোববার এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে গত বৃহস্পতি ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে বার আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করেছিল।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে ৩৮৮ জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করেছে। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটক
- নৌযান চলাচল শুরু